Thursday 5 January 2017

এলিফ্যান্ট গেট (Elephant Gate)

রামু এলাকা বনাঞ্চল হাতির অভয়ারণ্য। তাই রামু অঞ্চলের এই ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন এই গেটটিতে হাতির দাঁতের প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। তদুপরি, গজদন্ত হাতির আত্মরক্ষার প্রধান হাতিয়ার।


elephant_gate_ramu



গেটের নঁকশায় হাতির দাঁতের এই প্রতিকৃতি ১০ পদাতিক ডিভিশনের প্রতিটি সদস্যের মনে দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে প্রথম এবং প্রধান হাতিয়ার হিসেবে উপস্থাপন করার দৃঢ় মানসিকতাকে প্রতিভাত করেছে।তাই এই গেটটির নামকরণ করা হয়েছে এলিফ্যান্ট গেট।



elephant_gate_ramu01




গেটটি তৈরীর কাজ শুরু হয় ২৪ আগষ্ট ২০১৬ এবং সমাপ্ত হয় ১৪ নভেম্বর ২০১৬। ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে মাত্র তিন মাসেরও কম সময়ে নির্মিত এই গেটের প্রতিটি দাঁতের দৈর্ঘ্য ৭৪ ফুট এবং ব্যাস ৯.৫ ফুট। ভূমি থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৩৬ ফুট।